প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কুলাউড়া থেকে মৌলভীবাজারগামী একটি যাত্রীবাহী বাস ব্রাক্ষণবাজার এলাকায় আসলে কয়েকজন দুর্বৃত্ত বাসটির গতিরোধ করে। এ সময় যাত্রীরা ভয়ে বাস থেকে নেমে গেলে বাসটি ভাঙচুর করে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় তারা। খবর পেয়ে দমকলবাহিনীর সদস্য ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) অমুল্য কুমার জানান, এ ঘটনায় মামলা দায়ের এর প্রস্তুতি চলছে।