এম এ আই সজিব/তোফাজ্জল হোসেন ॥ মাধবপুর উপজেলার বাঘাসুরায় প্রেম প্রত্যাখান করায় এক প্রেমিকের ছুরিকাঘাতে আশিক (২৫) নামের অপর প্রেমিক খুন হয়েছে। এ সময় রিমা আক্তার (২০) নামের প্রেমিকা আহত হয়। ঘটনাটি গতকাল শনিবার রাত ৯টার দিকে এ ঘটনাটি ঘটেছে।
রিমা আক্তার মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে এবং পরে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায়, সম্প্রতি মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামের রফিক মিয়ার কন্যা রিমা আক্তারকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল হবিগঞ্জ সদর উপজেলার জালালাবাদ গ্রামের জনি মিয়া। কিন্তু রিমা জনির প্রেমের প্রস্তাব প্রত্যাখান করে কুমিলার জেলার বুড়িচং উপজেলার রাজাপুর গ্রামের আশিক (২৫) নামের যুবকের সাথে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে তুলে।
গতকাল আশিক কুমিল্লা থেকে বাঘাসুরা গ্রামে রিমার সাথে দেখা করতে আসে। খবর পেয়ে জনি বাঘাসুরা ইউনিয়নের বখতিয়ার বাড়ির ব্রীজের কাছে রিমার বাড়ির সামনে আগে থেকে আশিকে মারার জন্য যায়। এ সময় আশিক ও জনি দুজনে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এ সময় রিমা বিষয়টি সামাল দিতে এগিয়ে এলে জনি ক্ষিপ্ত হয়ে আশিক ও রিমাকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই আশিক মারা যায় এবং রিমা আহত হয়।
গুরুতর আহত অবস্থায় রিমাকে উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে এবং পরে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। খবর পেয়ে মাধবপুর থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ আশিকের লাশ উদ্ধার করে। এদিকের ঘটনার খবর পেয়ে হবিগঞ্জ পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র ঘটনাস্থলে ছুটে যান। রাত ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছিল।