হামিদুর রহমান,মাধবপুর থেকে : মাধবপুর উপজেলার ১নং ধর্মঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন যুবলীগের সভাপতি নজরুল ইসলাম রাজার সমর্থনে সভা করেছে ৭,৮,৯ ওয়ার্ড আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ।
শুক্রবার সন্ধ্যায় হরষপুর মাহবুব পাঠাগার কার্যালয়ে ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মকসুদ আলীর সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি হাজী আবু তাহের এর সঞ্চালনায় প্রধান অথিতি হিসাবে বক্তব্য রাখেন ধর্মঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আঃ নূর।
বিশেষ অথিতি হিসাবে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ হাই মাষ্টার,সাধারণ সম্পাদক ফরিদ মিয়া,যুগ্ন সম্পাদক এহসানুল হক চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী যুবলীগের সভাপতি নজরুল ইসলাম রাজা,৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আঃ মন্নাফ ,৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মিয়াঁচান,৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি লোকমান মিয়া,৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি এনামূল হক,৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মুসলিম মিয়া,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল রানা,সাংগঠনিক সম্পাদক রিমন মিয়া প্রমুখ।
সভায় বক্তরা আওয়ামী পরিবারের সন্তান হিসাবে ইউনিয়ন যুবলীগের সভাপতি নজরুল ইসলাম রাজাকে সমর্থন জানিয়ে চেয়ারম্যান প্রার্থী হিসাবে আওয়ামীগের মনোয়নে নৌকা প্রতীকে নির্বাচন করার সুযোগ দেওয়ার জন্য আওয়ামীলীগের নীতি নির্ধারকদেরকে অনুরোধ করেন।