চুনারুঘাট(হবিগঞ্জ) প্রতিনিধি ঃ চুনারুঘাট প্রেসক্লাবের প্রবেশ পথের গেইট প্রকাশ্যে ছিনতাই করে নিয়েছে একদল দূর্বৃত্ত। বৃহস্পতিবার সন্ধায় চুনারুঘাট পৌর শহরের উপজেলা পরিষদের দক্ষিণ গেইটে অবস্থিত চুনারুঘাট প্রেসক্লাবের নব নির্মিত প্রবেশ পথের গেইট এক দল দুর্বৃত্ত গেইটটি ভাংচুর করে ছিনতাই করে নিয়ে যায়। উল্লেখ্য যে, ওই দিন সকালে উপজেলা প্রকৌশলী অফিসের কার্যাদেশ মোতাবেক চুনারুঘাট প্রেসক্লাবের উন্নয়ন কমিটি গেইট নির্মান করেন। সন্ধায় এক দল দুর্বৃত্ত গেইটটি নিয়ে যায় । তাৎক্ষনিক বিষয়টি চুনারুঘাট উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে জানানো হয়।
এব্যাপারে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, গেইট উদ্ধারের জন্য পুলিশ তৎপর রয়েছে। উল্লেখ্য সম্প্রতি চুনারুঘাট উপজেলা পরিষদ সীমানা প্রাচীর দেয়ায় চুনারুঘাট প্রেসক্লাবের প্রবেশ পথ বন্ধ হয়ে যায়। এতে সাংবাদিক সহ সাধারন মানুষ প্রেসক্লাবে প্রবেশ করতে বাধাগ্রস্থ হয়। বিষয়টি উপজেলার মাসিক সমন্বয় সভায় প্রেসক্লাবের সাধারন সম্পাদক জামাল হোসেন লিটন উত্থাপন করলে সর্ব সম্মতিক্রমে প্রেসক্লাবের প্রবেশ পথে গেইট করার সিদ্ধান্ত গৃহীত হয়। এবং উপজেলা প্রকৌশলী অফিস কে প্রাক্ষলিত ব্যয় সহ নকশা তৈরী করার দায়িত্ব দেয়া হয়। সে মোতাবেক গেইটটি তৈরী করা হয়। প্রকাশ্যে প্রেসক্লাবের গেইট ছিনতাইয়ের ঘটনায় সাংবাদিকসহ চুনারুঘাটবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।