বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথের প্রবাসী কমিউনিটি নেতা, ব্রাডফোর্ড শহরের প্রাচীন বাসিন্দা, বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ ইউনিয়নের বাওনপুর গ্রামের অধিবাসী, বিশ্বনাথ উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম কছিরের বড় ভাই ও বিশ্বনাথ পৌরসভা বাস্তবায়ন পরিষদ যুক্তরাজ্য শাখার আহবায়ক ও বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে এর ট্রাস্টী মো. আকদ্দুছ আলীর পিতা মো ছইদ উল্ল্যার জানাজার নামাজ বৃহস্পতিবার বেলা আড়াইটায় নিজ গ্রামে সম্পন্ন হয়েছে।
মরহুমের জানাজার নামাজে উপস্থিত ছিলেন সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, বিশ্বনাথ ইউপির সাবেক চেয়ারম্যান ও সভাপতি মো. পংকি খান, সহ-সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক বাবুল আখতার, সাবেক ইউপি চেয়ারম্যান মো. ছয়ফুল হক, উপজেলা বিএনপির সভাপতি জালালউদ্দিন চেয়ারম্যান, সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, বিশ্বনাথ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল মান্নান, শেখ মনির মিয়া, মোহাম্মদ মুক্তাদির মিয়া, বিশিষ্ট আইনজীবী আইয়ুব আলী, উপজেলা বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই, জামেয়া মোহাম্মদিয়া আরাবিয়ার প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান ফারুক, বিশ্বনাথ আলীয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নোমান আহমদ, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সাবেক সাধারণ সম্পাদক মাফিজ খান, বর্তমান ট্রেজারার মিছবাহউদ্দিন, ব্রাডফোর্ড আওয়ামীলীগের সহ-সভাপতি শামছুল আলম ছরকুম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ওল্ডহাম আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফয়ছল আহমদ, প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল হাশিম, ফটিক মিয়া, রফিক মিয়া, উপজেলা আওয়ামীলীগ নেতা শেখ নুর মিয়া, আব্দুল মতিন, নোয়াব আলী, আনোয়ার হোসেন, শাহাদাৎ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক সৈয়দ আব্দুর রাজ্জাক, সদস্য সচিব কলমদর আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, বর্তমান সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ জামালউদ্দিন, উপজেলা জাতীয় পাটির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম লালু, বিশ্বনাথ উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক আলতাব হোসেন, বিশ্বনাথ কলেজিয়েট স্কুল এন্ড কলেজের প্রভাষক শামছুল হক, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন মামুন, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সিতার মিয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক মতিউর রহমান সুমন, সাবেক সিনিয়র সহ-সভাপতি মোতাহির আলী, সংগঠক জায়েদ আলীসহ বিভিন্ন এলাকার বিভিন্ন শ্রেণী ও পেশার বিপুল সংখ্যক মানুষের ঢল নামে মরহুম ছইদ উল্লাহর জানাজায়। জানাজার নামাজে ইমামতি করেন স্থানীয় মসজিদের ইমাম হাফিজ মো. ময়নুল ইসলাম ।
জানাজার পূর্বে পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মরহুমের কনিষ্ঠ ভাই উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল কালাম কচির। এসময় উপস্থিত ছিলেন মরহুমের জ্যৈস্ট পুত্র বিশ্বনাথ পৌরসভা বাস্তবায়ন পরিষদ যুক্তরাজ্য শাখার আহবায়ক প্রবাসী কমিউনিটি নেতা আকদ্দুছ আলী, আব্দুল মতিন, ছমির আলী, জমির আলী। জানাজার নামাজ শেষে মরহুম ছইদ উল্লাহকে তার পারিবারিক গোরস্থানে দাফন করা হয় ।
প্রসঙ্গত, মঙ্গলবার রাতে তিনি বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৯৬ বছর । মৃত্যুকালে তিনি স্ত্রী , ৫ পুত্র ও ৪ কন্যাসহ অসংখ্য স্বজন শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।