এম এ আই সজিব, হবিগঞ্জ প্রতিনিধি : মাধবপুরে মাদ্রাসা ছাত্র নিখোঁজের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে নিখোঁজ মাদ্রাসা ছাত্র মোঃ নুসরাত হাসান নাহিদের (১৫) পিতা সাবেক সেনা সদস্য সার্জেন্ট আবুল ফয়েজ বাদী হয়ে মাধবপুর থানায় একটি সাধারন ডায়েরী করেছেন। সাধারন ডায়েরী সুত্রে জানা যায়, মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের পূর্ব মেরাশানি গ্রামের আবুল ফয়েজের ছেলে সুন্দাদীল রহমানিয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র মোঃ নুসরাত হাসান নাহিদ মঙ্গলবার সকাল ৬টার দিকে তার বাবার কাছ থেকে ২০ টাকা গাড়ি ভাড়া নিয়ে প্রাইভেট পড়তে যায়।
কিন্তু সকাল ৯টা পর্যন্ত সে বাড়িতে না ফিরলে তাদের সন্দেহের সৃষ্টি হয়। পরে আত্মিয়-স্বজন সহ সম্ভাব্য সকল স্থানে খোজাখোজি করে না পেয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে থানায় জিডি করেন। এদিকে থানায় সাধারন ডায়েরী করার সাথে সাথেই থানা থেকে সারা দেশে বার্তা প্রেরণ করেন। পরে ওসি তদন্ত কে এম আজমিরুজ্জামান, মনতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মফিজুল ইসলাম পিপিএম, এসআই মোসলেহ উদ্দিনসহ পুলিশের কয়েকটি টিম নাহিদকে উদ্ধারে বিভিন্নস্থানে অভিযান চালায়। ওসি তদন্ত কে এম আজমিরুজ্জামান জানান, নাহিদকে উদ্ধারে অভিযান অব্যহত থাকবে। তাকে উদ্ধারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। নাহিদ নিখোজ হওয়ার পর থেকে সময় যত গরাচ্ছে তার মা-বাবা সহ পরিবারের সদস্যদের মধ্যে সুন্দ্রাটিকি গ্রামের ৪ শিশু নিখোঁজের পর লাশ উদ্ধার আতংক ছড়িয়ে পড়েছে।নাহিদের মা নাসিমা বেগম নিখোঁজ ছেলের নামধরে বারবার মোর্চা যাচ্ছেন। নাহিদ নিখোঁজের ঘটনায় এলাকাবাসির মধ্যে অপহরন আতংকসহ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।