মোঃ জাকির হোসেন রুবেল, শায়েস্তাগঞ্জ থেকে : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার একমাত্র পশু হাসপাতাল অবস্থিত শায়েস্তাগঞ্জ পৌরসভার ড্রাইভার বাজারে। প্রতিষ্ঠানটি অতি গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও এটার কোনো যত্ন নেয়া হয় না। যত্ন নেয়া তো দূরের কথা এটা হয়ে গেছে এখন শায়েস্তাগঞ্জ পৌরসভার ময়লার ভাগার।
এই প্রতিষ্ঠানের পাশেই দক্ষিন বড়চর আবাসিক এলাকা এবং বাজার। এই রাস্তা দিয়ে শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমীর ছাত্র-ছাত্রীরা আসা-যাওয়া করে। দিন দিন এলাকাবাসী এবং পথচারীদের দূর্ভোগ বাড়ছে এবং রোগ জীবানু ছড়িয়ে পড়ছে। কিন্তু দেখার কেউ নাই। শায়েস্তাগঞ্জ পৌরসভা যদি ময়লার ভাগার এখান থেকে অতি দ্রুত না সরায় তাহলে জন-জীবন অতিষ্ট হয়ে উঠবে, পশু হাসপাতালের অস্তিত্ব হারাবে এবং রোগ ছড়াবে। শায়েস্তাগঞ্জবাসী সুন্দর, পরিস্কার-পরিচ্ছন্ন শহর চায়।