চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ বন কর্মকর্তার যোগসাজশে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রেমা বনবিটে চলছে গাছ পাচারের মহোৎসব। গত দুই সপ্তাহে এ বিটে ৯টি সেগুন গাছসহ প্রায় ৪শ’ আকাশি গাছ চোরাই পথে বিক্রি করা হয়েছে। আর এ পাচার কাজের সাথে জড়িত খোদ বিট অফিসার জাহিদ হোসেন।
এখানে রক্ষক এখন ভক্ষকের ভুমিকায় অবর্তীণ হয়েছেন। বনবিট ও আশপাশের লোকজনদের সাথে আলাপ করে এ তথ্য জানা গেছে।
সরেজমিনে রেমা বিট ও এর আশপাশ ঘুরে জানাগেছে, রেমা বনবিটের ১৯৮৭ সালের বাগান থেকে গত সপ্তাহে ৭টি সেগুনগাছ কেটে আলী নগরের শফিকের নিকট বিট কর্মকর্তা বিক্রি করেন।
ভিলেজার লাম্বু এবং অনু এ কাজে তাকে সহযোগীতা করেন। ৭টি সেগুন গাছের আনুমানিক মূল্য হবে দেড়লাখ টাকা। তিনি আগে রেমা বনবিটের ১৯৬০ সালে বাগানের একটি সেগুনগাছ ১৫ হাজার টাকা মূল্যে কবিলাশপুরের আব্দুল হাইর নিকট বিক্রি করা হয়। এর প্রায় দুই সপ্তাহ আগে একই বাগানের আরেকটি সেগুন গাছ লাতুরগাঁও গ্রামের খালেকের কাছে বিক্রি করা হয়। রেমা বিট অফিসের সামনে অবস্থিত বাগান থেকে ১টি বড় সেগুনগাছ বিক্রি করা হয় আলীনগর গ্রামের ইমান আলীর নিকট।
রেমাবিটের ১৯৮৮ সালের সৃজিত আকাশি বাগান থেকে ৪শ’ আকাশি গাছ কেটে টেং কাটা শফিকের নিকট বিক্রি করা হয়। এদিকে রেমা বিটের ময়নাবিল ক্যাম্পে মস্তু ভিলেজারের মাধ্যমে গাছচোরদের নিকট থেকে প্রতিদিন বখড়া উঠানোর অভিযোগ রয়েছে বন বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে। বখড়ার মাধ্যমে গাছচোরদের বনে প্রবেশের সুযোগ করে দেওয়া হচ্ছে। এছাড়া চোরাই গাছ কতিপয় বন মহালদারদের নিকটও বিক্রি করা হয়। এদের বৈধ গাছের সাথে অবৈধ গাছ পাচার হচ্ছে। এ ব্যাপারে রেমা বিট অফিসার জাহেদ হোসেনের সাথে ফোনে আলাপকালে এ অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি এ বিটে যোগদানের পর গাছ পাচার আগের চেয়ে অনেক কমেছে।