চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের দেওয়ান মাহবুব রাজা (রঃ) এর ৩দিন ব্যাপী পবিত্র বাৎসরিক ওরস মোবারক সম্পন্ন হয়েছে। গত ১, ২ ও ৩মার্চ এ ওরস অনুষ্টিত হয়। ওরসে ৩দিন ব্যাপী শত শত কাফেলায় মিলাদ মাহফিল, জিকির, আশকার ও মারিফতি গান অনুষ্টিত হয়।
এর মধ্যে বিবাড়িয়া জেলার নাসির নগর উপজেলার ধরমন্ডল গ্রামের হযরত রমজান শাহ মাজারের খাদেম, পীরে তরিকত হযরত সামারি শাহের কাফেলায় ভক্তবৃন্দের ঢল নামে। ৩দিন সারা রাত ব্যাপী ওই কাফেলায় মনের মন আঙ্গুর, আপেল, কমলা, বড়ই,ছরির ছরির কলা ভক্তবৃন্দের মাঝে বিতরণ করা হয়। সামারি শাহের কাফেলার সামনে ৫ট্রাক লাকরি দিয়ে আগুনের ব্যবস্থা করা হয়।