এম এ আই সজিব, হবিগঞ্জ থেকে : নবীগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সহপাঠীদের হামলায় সোহান মিয়া (১৬) নামে এক কিশোর ক্রিকেটার নিহত হয়েছে। নিহত সোহান উপজেলার রাইয়াপুর গ্রামের তজমুল আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রাইয়াপুর গ্রামের সোহান মিয়া ও স্বপন মিয়া সহপাঠীদের নিয়ে স্থানীয় মাঠে ক্রিকেট খেলার আয়োজন করে। আগামী রবিবার খেলার কথা ছিল। কিন্তু সোহান তার ব্যক্তিগত অসুবিধার কারনে রবিবারের পরিবর্তে মঙ্গলবার খেলার জন্য দাবী জানায়। এ নিয়ে স্বপনের সাথে সোহানের বাকবিতন্ডা সৃষ্টি হয়। এক পর্যায়ে স্বপন স-জোরে সোহানকে আঘাত করলে সে মাটিয়ে লুটিয়ে পড়ে।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন। খবর পেয়ে রাত সাড়ে ১১টায় নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে নিয়ে আসে।