বিশেষ প্রতিনিধি : শায়েস্তাগঞ্জের ফর্দ্রখোলা আনোয়ার মদিনা মাদ্রাসার ছাত্র তায়েন মিয়া (১৩) নামের আরেক ছাত্র নিখোঁজ হয়েছে।গতকাল ৫ মার্চ দুপুরে বাসা থেকে সে মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়। কিন্তু সময়মতো মাদ্রাসায় না যাওয়ায় পরিবারের সন্দেহ সৃষ্টি হয়।
সম্ভাব্যস্থানে অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান না পাওয়ায় তায়েনের চাচা পুলিশ সদস্য মাসুদ আহমেদ সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেন তায়েনের পরিবার সূত্রে জানা যায়।
এদিকে শিশু আনন্দ নিখোঁজের ঘটনায় পুলিশ এক আসামীকে গ্রেফতার করলেও শিশু আনন্দকে এখনো উদ্ধার করতে পারেনি। তবে তায়েনকে উদ্ধারের ব্যাপারে সবধরণের চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। তায়েন শহরের রাজনগর এতিমখানা সড়কের বাসিন্দা কাশেম মিয়ার পুত্র।
এ ব্যাপারে সদর ওসি মোঃ নাজিম উদ্দিন জানান, তায়েনকে উদ্ধারে অভিযান অব্যাহত আছে।