এস এইচ টিটু : আনন্দঘন পরিবেশে হবিগঞ্জ জেলার লাদিয়া লালচান মাঠে আকবর মাষ্টার একাডেমী এন্ড হাইস্কুল কর্তৃক আয়োজিত ৫০ উধর্ব ফুটবলারগনের মিলন মেলা ও প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে।
শনিবার বিকাল ৪টার সময় লাদিয়া লালচান মাঠে ৫০ উধর্ব ফুটবলারগনের পরিচিতির মাধ্যমে এবং সকল ফুটবলারদের ফুলের তুরা দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এই মিলনমেলা ছিল আনন্দ ও প্রাণচাঞ্চল্যে ভরপুর।
উক্ত মিলন মেলায় লাদিয়া স্পোটিং এবং শাপলা স্পোটিং এর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্টিত হয়। শাপলা স্পোটিং কে ১ গোলে হারিয়ে লাদিয়া স্পোটিং চ্যাম্পিয়ন হয়। খেলার শেষে ৫০ উধর্ব ফুটবলারগনের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।
উল্লেখ্য, শত শত দর্শকদের মধ্যে ৫০ উধর্ব ফুটবলারগনের মিলন মেলায় ও প্রীতি ফুটবল খেলায় অংশ গ্রহণ করেছেন, বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার মুক্তার হোসেন ও আক্তার হোসেন, আলী আহমেদ খান,আলী হোসেন,আবু তাহের,কামাল,মালেক,আহাদ,পিজুস,আকবর মাষ্টার,এংরাজ মেম্বার,সবুজ মাষ্টার,সিদ্দিক মিয়া,নীল সহ প্রাক্তন অনেক ফুটবল খেলোয়ার বৃন্দ।
আকবর মাষ্টার একাডেমীর প্রতিষ্টাতা আকবর হোসেনের অক্লান্ত পরিশ্রমে ৫০ উধর্ব ফুটবলারগনের মিলন মেলা সফল অনুষ্ঠিত হওয়ায় সবাইকে ধন্যবাদ জানান হবিগঞ্জ জেলার বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার মুক্তার হোসেন ও আক্তার হোসেন এবং শায়েস্তাগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান আলী আহমেদ খান সহ অনেকে ।