এম এ আই সজিব ॥ অবশেষে পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী আতর আলী (৪৫)। সে সদর উপজেলার বড় বহুলা গ্রামের মৃত সুলতান উল্লার পুত্র। অপর দিকে একই সময় টাকা আতœসাতের মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামী হাবিবুর রহমারকে আটক করে। সে সদর উপজেলার বড় বহুলা গ্রামের মৃত হাজী তৈয়ব আলীর পুত্র। শুক্রবার বিকালে সদর থানার এস আই মিজানুর রহমান ও এসআই পার্থ চক্রবর্তী নেতৃত্বে একদল পুলিশ ২ নং পুল এলাকার বাইপাস সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করেন।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে হবিগঞ্জ থানায় মাদক ও প্রতারণাসহ একাধিক মামলা রয়েছে। ২০০৫ সালে অতিরিক্ত দায়রা জজ আদালত থেকে মাদক মামলায় আতর আলীর বিরুদ্ধে ৫ বছরের সাজা ইস্যু হয়।
এবং ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামী হাবিবুর রহমার এতদিন সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল।