নবীগঞ্জ প্রতিনিধি:
নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র নির্বাচন সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পৌর ভবনে ভোটের মাধ্যমে প্যানেল মেয়র নির্ধারণ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। ১৩ জন কাউন্সিলর সকলেই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রাপ্ত ভোটের ফলাফলে ৩ বারের নির্বাচিত ৫নং ওয়ার্ডের কাউন্সিলর বিশিষ্ট সাংবাদিক এটিএম সালাম ১ম প্যানেল মেয়র নির্বাচিত হন। এবং ২য় প্যানেল মেয়র হন ৭নং ওয়ার্ড কাউন্সিলর বাবুল দাশ ও ৩য় প্যানেল মেয়র নির্বাচিত হন সংরক্ষিত আসনের কাউন্সিলর ফারজানা আক্তার পারুল। এছাড়া উক্ত নির্বাচনে প্যানেল মেয়র প্রার্থী হিসেবে প্রতিন্ধীতা করেন, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর আলা উদ্দিন, ১ ৯ নং ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন, সংরক্ষিত আসনের কাউন্সিলর সৈয়দা নাসিমা বেগম। নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করেন- পৌরসভার ভারপ্রাপ্ত সচিব ভবি মজুমদার। এ সময় পৌর মেয়র ছাবির আহমেদ চৌধুরীসহ পৌরসভার সকল উপস্থিত ছিলেন।