নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের বাহুবল উপজেলার চলিতাতলা এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাসের চাপায় স্বর্ণা আক্তার (৮) নামে এক মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার (০৩ মার্চ) বেলা সোয়া ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্বর্ণা উপজেলার নারিকেলতলা গ্রামের আফজল মিয়ার মেয়ে। সে স্থানীয় চলিতাতলা মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্রী।
স্থানীয়রা জানান- বেলা সোয়া ১১টায় স্বর্ণা চলিতাতলা এলাকায় রাস্তা পার হচ্ছিল। এসময় শ্যামলী পরিবহনের সিলেটগামী একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে গেলে সে গুরুতর আহত হয়। এ অবস্থায় স্থানীয়রা স্বর্ণাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান- দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনগণ প্রায় পৌনে এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়।