এটিএম সালাম, নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকে : নবীগঞ্জ শহরে ৩ কার্টুন ভর্তি ভারতীয় ৬৬ পিছ মদসহ সুগন্ধা স্ন্যাকস মালিক ছালিক মিয়া (৫৫)কে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে নতুন বাজার এলাকায় অবস্থিত তার দোকান স্ন্যাকস’র দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ছালিক মিয়া বানিয়াচং উপজেলার কালাইনজুড়া গ্রামের বারাম উল্লার ছেলে। সে দীর্ঘদিন ধরে নবীগঞ্জ শহরে থেকে ব্যবসা করে আসছিল।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, দীর্ঘদিন ধরে শহরের প্রাণকেন্দ্র নতুন বাজার এলাকায় অবস্থিত সুগন্ধা স্ন্যাকস (বেঙ্গল ফুড) এর ব্যবসায়ী মোঃ ছালিক মিয়া সুগন্ধা স্ন্যাকস’র ব্যবসার অন্তরালে দেশী-বিদেশী মদেও ব্যবসা করে আসছে।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মোঃ আব্দুল বাতেন খানঁ এর নেতৃত্বে থানার সেকেন্ড অফিসার সুধীন চন্দ্রন দাশ ও এসআই নজরুল ইসলামসহ একদল পুলিশ সুগন্ধা স্ন্যাকস এর দোকানে অভিযান চালায়। এ সময় দোকানের গোডাউন তল্লাশী করে ৩টি কার্টুনে মোড়ানো মোট ৬৬ পিছ ভারতীয় মদ উদ্ধার করে পুলিশ। সাথে সাথে দোকান মালিক ছালিক মিয়াকে গ্রেফতার করা হয়। ঘটনার খবর পেয়ে সহকারী পুলিশ সুপার সাজিদুর রহমান ঘটনাস্থল ও উদ্ধারকৃত ভারতীয় মদ পরিদর্শন করেন।
এ ব্যাপারে ধৃত ছালিক মিয়ার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ সুত্রে জানাগেছে। এ ঘটনায় নবীগঞ্জ শহরে তোলপাড় শুরু হয়েছে।