স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর ধুলিয়াখালে তুচ্ছ ঘটনা নিয়ে শাশুড়ি, স্ত্রী ও স্ত্রীর বড় বোনকে পিটি আহত করেছে পাষন্ড ঘরজামাই। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায়। গুরুতর অবস্থায় স্ত্রী সামিয়া আক্তার (২৫), শাশুড়ি ময়মনা খাতুন (৬০) ও নাসিমা আক্তার (২৭) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতারে সিকিৎসা দেয়া হয়েছে।
হাসপাতালে আহতরা জানায়, শহরতলীর পশ্চিম ভাদৈ গ্রামের আইয়ব আলী পুত্র কাঠ মিস্ত্রী দুলাল মিয়ার সাথে কয়েক বছর আগে পার্শবর্তী ধুলিয়াখাল গ্রামের মোছাঃ সামিয়া আক্তার (২৫) এর বিয়ে হয় । বিয়ের পর থেকেই পারিবারিক বিষয়াদির তুচ্ছ ঘটনা নিয়ে সামিয়ার স্বামী, শশুর-শাশুড়িরা শারিরীক নির্যাত করতো। তাদের অত্যাচার সইতে না পেরে অন্তসত্তা সামিয়া ৮মাস আগে ধুলিয়াখাল পিত্তালয়ে চলে আসে।
সেখানে কিছুদিন যেতেনা যেতে সামিয়ার কোল জোড়ে আসে এক পুত্র সন্তান। সন্তান দেখার ভান করে শশুরালয় গিয়ে সামিয়াকে নির্যাতন না করার প্রতিশ্র“তি দেয় দুলাল এবং সেখানেই বসবাস করতে শুর করে। কিন্তু পূর্বের অভ্যাস বদলাতে পারলো না দুলাল। তুচ্ছ বিষয় নিয়ে প্রায়ই সামিয়াকে মারধোর করে সে।
মঙ্গবার সন্ধ্যায় একটি লটারী খেলার বিষয় নিয়ে দুলাল সামিয়াকে মারধোর শুরু করে। এ সময় সামিয়ার মা ময়মনা খাতুন ও তার বড়বোন নাসিমা এগিয়ে আসলে তাদেরকেও পিটিয়ে আহত করে দুলাল। স্থানীয় লোকজন এসে তাদের উদ্ধার করে হাসপাতালে সিকিৎসার ব্যবস্থা করেণ।