হবিগঞ্জ প্রতিনিধি : কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচীর অংশ হিসেবে কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী এ্যাণী’র মুক্তির দাবীতে হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনের নেতৃতে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
মিছিলটি পৌরসভা মাঠ থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে শায়েস্তানগর বাজার এলাকায় এক পথসভা অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদল নেতা শাহ রাজিব আহমেদ রিংগনের সভাপতিত্বে ও সৈয়দ জনি’র সঞ্চালনায় এ পথসভায় বক্তব্য দেন পলিটেকনিকেল ইন্সটিটিউট ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরিফ আহমেদ, সদর থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম রাব্বি, আমিনুল হক বাপ্পি, একেএম বদরুদ্দোজা রানা, সৈকত সরকার, মিসু আহমেদ, শেখ ওসমান গনি রুমী, ইমন আহমেদ, আতাউর রহমান রিপন, কাউছার আহমেদ রনি, সজীব আহমেদ, নাজমুল হোসাইন, রাসেল মাহমুদ, আরফিন আবদাল রিয়াদ, শাহিন, ইমন, হামিদ, রনি, ফারুখ, জয়নাল আহমেদ প্রমূখ।
এসময় শাহ রাজিব আহমেদ রিংগন বলেন ‘অবিলম্বে ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যণীসহ সকল রাজবন্দীদের মুক্তি দিতে হবে।