এম এ আই সজিব, হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে ৪ শিশু হত্যার পর এখনো আতংক কাটেনি। ইতোমধ্যে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দ নিহত শিশুদের পরিবারের পাশে দাড়িয়েছেন।
হবিগঞ্জ জেলার পাবলিক প্রসিকিউটর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সিরাজুল ইসলাম চৌধুরী ওই পরিবারগুলোর পাশে দাড়িয়েছেন।
রবিবার বিকালে তিনি ওই গ্রাম পরিদর্শন করতে গিয়ে নিহত শিশুদের পরিবারের উদ্দেশ্যে বলেন: আইনী সহায়তার জন্য যা যা প্রয়োজন তা তিনি করবেন। এমনকি খুব দ্রুত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি যাতে হয় সে লক্ষ্যেও কাজ করবেন। তিনি ওই পরিবারগুলোর সুখে-দুঃখে সব সময় পাশে থাকবেন বলে তাদেরকে আশ্বস্থ করেন।
এ সময় তার সাথে ছিলেন ৭নং ভাদেশ্বর ইউপি চেয়ারম্যান মোঃ মত্তছির মিয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ও উপজেলা মেম্বার সেক্রেটারী কামাল হোসেন চৌধুরী, আওয়ামী লীগ নেতা আবু সাইদ, নিহত শিশুর পিতা আব্দুল কাদির, আব্দুল আজিজ, আব্দুল ওয়াহিদ ও আব্দুল মিয়াসহ নিহত শিশুদের আত্মীয় স্বজন। পিপি সিরাজুল হক নিহত শিশুদের পরিবারকে সান্তনা দিতে কান্নায় ভেঙে পড়েন।