স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল (পুলিশ লাইনের) সামন থেকে তাজুল ইসলাম (৩০) নামের এক মাদকসেবীকে আটক করেছে পুলিশ। এ সময় তার নিকট থেকে আড়াইশ গ্রাম গাঁজা, ৪০টি সিডিল, ২টি ডাইকিল সিরাপ ও ২০টি ডেকসন ট্যাবলেট উদ্ধার করা হয়। সে গোপাইয়া গ্রামের আব্দুল মন্নাফের পুত্র। শনিবার দুপুরে সদর থানার এসআই ছানা উল্লাহর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ওই এলাকার একটি চা স্টল থেকে তাকে আটক করে। এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছে।