স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে তেলের দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন দোকান মালিক হেলাল মিয়া। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মিরপুর-শ্রীমঙ্গল সড়কের নতুন বাজার নামক স্থানে আগুনের সূত্রপাত হয়।
ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে পৌছে। তবে এর আগেই বালু দিয়ে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে।
জানা যায়, উপজেলার নতুন বাজারের হেলাল মিয়ার তেলের দোকানে সন্ধ্যায় মোমবাতির আগুন ডিজেলে পড়ে গেলে আগুনের সূত্রপাত হয়। এ সময় আগুনের লেলিহান শিখা চতুর্দিকে ছড়িয়ে পড়ে এবং তেল ও তেলের ড্রাম ফেটে তেল চতুর্দিকে ছড়িয়ে পড়ে।
দোকানের আসবাবপত্রসহ মালামাল পুড়ে যায়। স্থানীয় লোকজন বালি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার জামাল হোসেনের নেতৃত্বে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে নিয়ে আসে।
এ ঘটনায় আশপাশের দোকান গুলির মালামাল সরিয়ে নিরাপদ স্থানে নেয়ার চেষ্টা করে ব্যবসায়ীরা।
আগ্নিকান্ডের ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান দোকান মালিক।
গত শুক্রবার বিকেলে নোয়াঐ গ্রামের হাবিবুল্লাহ মেম্বারের এক পুত্র মোদাহরপুর গ্রামে গেলে খুর্শেদ মিয়ার লোকজন তাকে মারপিট করেন।
এরই জের ধরে গতকাল শনিবার সকালে উভয় গ্রামের লোকজন ফিকল ও লাটিসোটাসহ বিভিন্ন দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা সংঘর্ষ নিয়ন্ত্রণে আনেন।
এ ব্যাপারে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।