নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জের আজমিরীগঞ্জের সর্বত্র গ্রামীনফোনের সীম নিবন্ধনে অনিয়ম ও অর্থ আত্বসাত ও নিজেদের ষ্টুডিও থেকে ছবি না তোললে নিবন্ধন করার অভিযোগ উঠেছে।
জানাযায়, বর্তমান সরকারের অধীনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রনালয়ের নির্দেশানুযায়ী সারাদেশ ব্যাপী বিভিন্ন অপারেটরের সীম নিবন্ধন কার্যক্রম চলছে। এরই ধারাবাহিকতায় আজমিরীগঞ্জ উপজেলার ৫ ইউনিয়নে বিভিন্ন অপারেটরের নিয়োগকৃত লোকেদের মাধ্যমে সীম নিবন্ধন করছে এলাকার গ্রাহকরা। নিয়মানুযায়ী সীম নিবন্ধনে গ্রাহকরা শুধুমাত্র জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও সদ্য তোলা ১ কপি পাসপোর্ট সাইজ ছবি দিতে হয়। এ জন্য কোন ফি দিতে হয় না।
গ্রামীনফোন সীম নিবন্ধনকারীরা জানায়,তাদের সীম নিবন্ধন করতে গ্রামীণফোন কর্তৃপক্ষকে প্রতিসীমে ১ টাকা ৮০ পয়সা পরিশোধ করতে হয়। কিন্তু তারা গ্রাহকদের নিকট থেকে সীমপ্রতি ১০ থেকে ২০ টাকা হাতিয়ে নিচ্ছে।
টাকা না দিলে বিভিন্ন অযুহাত দেখিয়ে গ্রাহকদের সীম নিবন্ধন না করে ফিরিয়ে দেয়া হচ্ছে । এছাড়া সীম নিবন্ধনকারীর ষ্টুডিও থেকে ছবি না তোললে নিবন্ধন না করে বিভিন্ন টালবাহানা করে বিরাম্ভনার শিকার হচ্ছে। তবে বাংলালিংক সীম নিবন্ধনে আনুসাঙ্গিক ফটো ও এন,আই,ডি’র ফটোকপি ছাড়া কোন ফি দিতে হয় না বলে গ্রাহকরা জানায়। এ ছাড়া সিটিসেল, এয়ারটেল,রবি ও টেলিটক প্রভৃতি সীম নিবন্ধনে কোন লোক এখনও নিয়োগ দেয়া হয়নি