নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি : পঞ্চগড়ের দেবীগঞ্জের গৌড়িয় মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায়কে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে নবীগঞ্জ নতুনবাজার মোড়ে শনিবার সকাল ১১ টায় এক মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়। নবীগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি নারায়ন চন্দ্র রায়ের সভাপতিত্বে এতে পরিচালনা করেন সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল।
এতে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পদাক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মুজিবুর রহমান শেফু, নবীগঞ্জ ইসকন মন্দিরের সভাপতি জ্যোতিষ দাশধিকারী, পৌর কাউন্সিলর মোঃ আব্দুস সালাম, কাউন্সিলর মোঃ কবির মিয়া, কাউন্সিলর জাহেদ চৌধুরী, কৃষকলীগের সাধারন সম্পাদক বিকাশ চন্দ্র রায়, পুজা উদযাপন কমিটির সহ-সভাপতি অশোক তরু দাস, অর্থ সম্পাদক প্রমথ চক্রবর্তী বেনু, উপজেলা প্রতিবাদে সেচ্ছাসেকবকলীগের আহবায়ক আমিনুর রহমান চৌধুরী সুমন, যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন বেলাল।
বক্তারা বলেন, যেকোন কোন হত্যাকান্ডই একটি গর্হিত অপরাধ। এসব অপরাধের সাথে জড়িত সকল দৃ®কৃতিকারীদের চিহিৃত করতে হবে। তাই পঞ্চগড়ের দেবীগঞ্জের গৌড়িয় মঠের নিরীহ অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায়কে নৃশংসভাবে হত্যার সাথে যারা জড়িত রয়েছে তাদের সবাইকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান।