রাজীব দেব রায় রাজু,মাধবপুর(হবিগঞ্জ)থেকে : পঞ্চগড়ের সন্ত গৌরীয় মঠের পুরোহিত যঞ্জেশ্বর রায় কে হত্যার প্রতিবাদে মাধবপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা পরিষদের সামনে প্রায় ঘন্টা ব্যাপি মানববন্ধনে শতাধিক লোক অংশগ্রহন করে। বাংলাদেশ হিন্দু ,বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পুজা উদযাপন পরিষদ মাধবপুর উপজেলা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধন শেষে হিন্দু ,বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের দপ্তর সম্পাদক রাজীব দেব রায় রাজুর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশ গুপ্ত, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা সুকোমল রায়, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাধব রায়, বিশিষ্ট ব্যবসায়ী মনোজ পাল, আওয়ামীলীগ নেতা আরিফুর রহমান আরিফ,উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি সুনিল দাস, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক লিটন রায়, উপজেলা হিন্দু,বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ডাঃ হরিশ চন্দ্র দেব, সাধারন সম্পাদক রতি রঞ্জন দাস, পৌর পুজা উদযাপন কমিটির সভাপতি প্রমোদ মালাকার, সাধারন সম্পাদক সাবেক কাউন্সিলর দুলাল মোদক, কাউন্সিলর শ্যামল বরন ঋষি, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতা রাখাল ঘোষ, জগদিশ ঘোষ, পরিমল দেব, বিশ্বজিত চক্রবর্তী , হিমাংশু দাস, দেবব্রত ভট্যাচার্য প্রমুখ।