চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ২১শে পদকপ্রাপ্ত ও সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী চুনারুঘাট-মাধবপুর থেকে ৬ বারের নির্বাচিত সংসদ সদস্য এনামুল হক মোস্তফা শহীদের মৃত্যুতে চুনারুঘাটে শোকের ছায়া নেমে এসেছে।
শুক্রবার সকাল ১০টায় এনামুল হক মোস্তফা শহীদের মরদেহ ঢাকা থেকে হেলিকপ্টারযোগে হবিগঞ্জ স্টেডিয়ামে পৌছার পর হবিগঞ্জে সকাল ১০.৩০ মিনিটে জানাজা শেষে সেখান থেকে দুপুর ২টায় মাধবপুরে জানাজা শেষে চুনারুঘাট সদর ঈদগাহ ময়দানে লাশ নিয়ে আসলে চুনারুঘাটে সর্বত্র শোকের ছায়া নেমে আসে।
বিকেল ৪টায় চুনারুঘাটে নামাজের জানাজা শেষে তার নিজ বাড়ি উপজেলার উবাহাটা ইউনিয়নের কুটিরগাঁও গ্রামে পারিবারিক কবরস্থানে তার বাবা মা’র কবরের পাশে লাশ দাফন করা হবে।
এদিকে এনামুল হক মোস্তফা শহীদের মৃত্যুতে চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগ ৭ দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে।
আওয়ামীলীগ কার্যালয়সহ উপজেলার বিভিন্ন ভবন ও প্রতিষ্ঠানে কালো পতাকা উত্তোলন এবং দলীয় পতাকা অর্ধনির্মিত রাখা হবে। কালো ব্যাজ ধারণ করেছেন দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ।
শুক্রবার সকাল থেকেই উপজেলার বিভিন্ন স্থান থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এনামুল হক মোস্তফা শহীদের লাশ দেখতে এসে ভীড় জমান চুনারুঘাট মধ্য বাজারের ঈদগাহ ময়দানে।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আবু তাহের, পাইকপাড়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ওয়াহেদ আলী মাষ্টার, সাংগঠনিক সম্পাদক সজল দাস, উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান, সাধারন সম্পাদক আলহাজ্ব মোজাম্মেল হক তালুকদার, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব শামছুল হক তালুকদার, ইউপি চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরী, সরকার মোঃ শহীদ, আবু সালেহ মোঃ শফিকুর রহমান, সাংবাদিক আবুল কালাম আজাদ, সাংবাদিক মোঃ নূরুল আমিন, সাংবাদিক মোঃ হাসান আলী, সাংবাদিক মোস্তাক আহমদ তরফদার মাসুম, সাংবাদিক জুনায়েদ আহমদ, সাংবাদিক মাহমুদুল হক সুজন, চুনারুঘাট সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি বিদ্যুৎ রঞ্জন পাল।