মোঃ রহমত আলী ॥ হবিগঞ্জের বানিয়াচঙ্গে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবার ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বানিয়াচং উপজেলা কমান্ডার মোঃ আব্দুল খালেক। ২৪ ফেব্রুয়ারী বুধবার দুপুর ১২টায় বানিয়াচং উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ডার এডভোকেট মোহাম্মদ আলী পাঠান। বিশেষ অতিথি ছিলেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরীফুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর অমুল্য কুমার চৌধুরী, আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার, জেলা সহকারী কমান্ডার এডভোকেট সালেহ আহমেদ, সহকারী কমান্ডার শফিকুর রহমান ও সহকারী কমান্ডার আব্দুল খালিক। সমাবেশে বক্তৃতা করেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতি সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, সাবেক ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোতাব্বির মিয়া, মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম, মুক্তিযোদ্ধা আব্দুল কাদির তোফানী, মুক্তিযোদ্ধা ইউনুছ উল্লাহ, মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন ময়না, মুক্তিযোদ্ধা মঞ্জিল মিয়া প্রমুখ। প্রধান অতিথি এডভোকেট মোহাম্মদ আলী পাঠান তার বক্তৃতায় জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সরকার মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবার ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের কল্যাণে যে সব কর্মসূচি গ্রহণ করেছেন তার বিস্তারিত অবহিত করেন। বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরীফুল ইসলাম মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে নিজেকে গর্বিত মনে করে দেশ ও জাতির কল্যাণে সার্বক্ষণিক কাজ করার অঙ্গীকার করেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা অমূল্য কুমার চৌধুরী জাতির সূর্য সন্তান মুক্তিযোদ্ধাদের অবদানের ফসল বাংলাদেশ। যাদের অবদানে দেশ, তাদের সম্মান প্রদর্শন ও কল্যাণে কাজ করে নিজেকে ধন্য মনে করি। সভা শেষে জেলা কমান্ডার এডভোকেট পাঠান উপস্থিত অতিথি ও মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবার এবং শহীদ পরিবারের সদস্যদেরকে বিভিন্ন উপহার প্রদান করেন।