এম এ আই সজিব ॥ হবিগঞ্জ শহরের রাজনগর এলাকা থেকে সোহেল মিয়া (২৩) নামের এক পলাতক আসামীকে আটক করেছে পুলিশ। গত সোমবার সকালে সদর থানার এসআই ওমর ফারুকের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ওই এলাকার এতিমখানা সড়কের বাসা থেকে তাকে আটক করে। সে ওই এলাকার বাসিন্দা ও সদর ভূমি অফিসের কর্মচারী হেলাল উদ্দিনের পুত্র। পুলিশ জানায়, তার বিরুদ্ধে আদালত থেকে মোটরসাইকেল চুরি মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। ওই দিনই তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।