হামিদুর রহমান,মাধবপুর থেকে : হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বিভিন্ন স্থানে পৃথক ভাবে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা,ট্যাবলেট ও ইলেকট্রিক সামগ্রী উদ্ধার করেছে বিজিবি। বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন জানান রবিবার ভোর রাতে মনতলা বিওপি’র একটি টহল দল নায়েক সাইদুর রহমান এর নেতৃত্বে মাধবপুর উপজেলার সম্পদপুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামীবিহীন ভারতীয় জিরা-৭৩ কেজি, ইলেকট্রিক ইন্ডিকেটর-১৭৯৯ পিচ, ইলেকট্রিক ছকেট-৩৯৫ পিচ,প্লাষ্টিক ব্যাগ-০৫ টি উদ্ধার করে, যার সিজার মূল্য এক লক্ষ দুই হাজার তিনশত সত্তর টাকা।
একই দিন তেলিয়াপাড়া বিওপি’র একটি টহল দল হাবিলদার মোঃ লোকমান হাকিম এর নেতৃত্বে মাধবপুর উপজেলার শাহপুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামীবিহীন ভারতীয় বিভিন্ন প্রকার ট্যাবলেট-৭৯৬ পিস উদ্ধার করে, যার সিজার মূল্য এক লক্ষ উনষাট হাজার দুইশত টাকা। উদ্ধারকৃত মালামাল কাষ্টম বিভাগে জমা করা হবে।