এম এ আই সজিব ॥ বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউপির নোয়াবাদ গ্রামে ডাকাতি করতে গিয়ে রায়হান (২২) নামের এক ডাকাত জনতার হাতে ধরাশায়ী। সে উপজেলার কুমরী দুর্গাপুর গ্রামের নুরুল হকের পুত্র। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। গত রবিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। বাড়ির মালিক গৃহকর্তা রুবেল দাস জানান, ওই দিন তাদের বাড়িতে ধর্মীয় উৎসব ছিল।
উৎসবের এক ফাঁকে ৪/৫ জনের একদল ডাকাত বাড়িতে হানা দেয়। বিষয়টি টের পেয়ে গ্রামবাসি ধাওয়া দিলে রায়হান নামের ওই ডাকাতকে আটক করে।
এ সময় অন্য ডাকাতরা পালিয়ে যায়। আটকৃত ডাকাত রায়হান জিজ্ঞাসাবাদে পালিয়ে যাওয়া অন্য ডাকাতদেও নাম বলে- ১. ইকরাম বাল্লার সূর্য মিয়া (২৪) এবং একই এলাকার দিলুন দাশ (২৫)।খবর পেয়ে সুজাতপুর ফাঁড়ি ইনচার্জ এস আই মজিবুর রহমানসহ একদল পুলিশ তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পুলিশী হেফাজতে চিকিৎসার জন্য ভর্তি করে।
এ ব্যাপারে গৃহকর্তা রুবেল দাস বাদি হয়ে তাদেও ৩ জনের নামে ১টি ডাকাতি মামলা দায়ের করেন। এস আই মজিবুর রহমান জানান বাকী ডাকাতদেও ধরতে অভিযান চলছে।