নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের যুবলীগের সভাপতি জমশেদ আলীকে গ্রেফতারের প্রতিবাদে এবং নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা করেছে যুবলীগ নেতৃবৃন্দ। সোমবার বিকেলে গজনাইপুর ইউনিয়ন যুবলীগের আয়োজনে ঢাকা সিলেট মহাসড়কের ফুলতলী বাজারস্থ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নবীগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক ফজলুল হক চৌধুরী সেলিম।
টিপু আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও যুবলীগ নেতা শাহ নরুজ্জামান এবং রুহেল আহমেদের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহ গুল আহমেদ কাজল, রাব্বি আহমেদ মাক্কু, বঙ্গবন্ধূ পরিষদের সম্পাদক রঞ্জু দেব। বক্তব্য রাখেন, পানিউমদা যুবলীগের আহ্বায়ক এখলাছ খান, যুগ্ম আহ্বায়ক কদ্দুছ মিয়া, দেবপাড়া যুবলীগের সম্পাদক রুকুত মিয়া, যুবলীগ নেতা শফিকুল ইসলাম সেলিম, রুহেল আহমেদ, আবুল হোসেন লাল, রহিম, রঞ্জু শীল, হাবিব, লিটন, দুলাল প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে যুবলীগ নেতৃবৃন্দ মামলা প্রত্যাহার না করলে মহাসড়ক অবরোধসহ কঠোর কর্মসুচীর ঘোষনা দেয়া হবে বলেও হুশিয়ার করেন।