প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলার চুনারুঘাট প্রেসক্লাবের প্রবেশ পথে সীমানা প্রাচীর দিয়ে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। সম্প্রতি উপজেলা প্রশাসন সীমানা প্রাচীর দিয়ে প্রেসক্লাবের প্রবেশ পথ বন্ধ করে দেন। এ নিয়ে চুনারুঘাটে কর্মরত সাংবাদিক ও সুশীল সমাজের মাঝে চরম ক্ষোভ, অসন্তোষ ও হতাশা বিরাজ করছে। এ বিষয়ে সোমবার বিকাল ৪টায় চুনারুঘাট প্রেসক্লাব ভবনে এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, সাবেক সভাপতি আলমগীর হোসেন, বর্তমান সহ সভাপতি মহিদ আহমেদ চৌধুরী, জাহাঙ্গীর আলম, যুগ্ন সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু, জুনায়েদ আহমেদ, রাইরঞ্জন পাল, মনিরুজ্জামান তাহের, ওয়াহিদুল ইসলাম জিতু, এস এম সুলতান খাঁন, ফারুক মাহমুদ, সাইফুল ইসলাম, ফখরুদ্দিন চৌধুরী আবদাল ও এস আর রুবেল মিয়া প্রমুখ । সভায় বক্তারা জেলা ও উপজেলা প্রশাসনের কাছে অনতিবিলম্বে চুনারুঘাট প্রেসক্লাবের প্রবেশ পথ খোলে দেয়ার দাবি জানান। অন্যথায় চুনারুঘাটে কর্মরত সাংবাদিকরা বৃহত্তর আন্দোলন সংগ্রাম গড়ে তোলার ঘোষনা দেন। এ ব্যাপারে আগামী ১ সপ্তাহের মধ্যে হবিগঞ্জ জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসন বরাবরে স্বারক লিপি প্রদান করার সিদ্বান্ত নেয়া হয়েছে।