আজিজুল হক নাসির : চুনারুঘাট উপজেলার আমরুট শাহী ঈদগাহ মাঠের পাশে আমগাছে গলায় ফাঁস দিয়ে শামীম আহমেদ (২৮) নামে এক যুবক আত্যহত্যা করেছে। সোমবার দুপুর আনুমানিক ২.১৫ মিনিটে আত্যহত্যার ঘটনা ঘটেছে।
প্রতিবেশিদের সুত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে শামীম আহমেদ আত্যহত্যা করে।
নিহত শামীম আহমেদ বনগাঁও গ্রামের কনা মিয়ার ছেলে এবং আমরুট বাজারের একজন ব্যবসায়ী।
উল্লেখ্য, এ রিপোর্ট লেখা প্রযন্ত লাশ ঝুলন্ত অবস্থায় ছিল।