প্রেসবিজ্ঞপ্তি : জগদীশপুর ইউনিয়ন ছাত্রলীগের সার্বিক সহযোগীতায়, জগদীশপুর প্রাথমিক বিদ্যালয়ে চিত্রাংকন কুইজ ও রচনা প্রতিযোগিতা অনুস্ঠিত হয় । চিত্রাংকনে ক বিভাগে তানিম প্রথম, দূর্জয় ২য়, জয় ৩য়, খ বিভাগে তামজিদা হক ১ম, স্বর্মী ২য়, নুসরাত ৩য়। কুইজে তামজিদা ১ম, নাফিসা ২য়, আজাদ ৩য়।রচনায় তামজিদা ১ম, মাহজাবিন ২য় তরিকুল ও নাফিসা যৌথভাবে ৩য় স্থান লাভ করে।
প্রধান শিক্ষক জনাব, মোহাম্মদ হাসান সাহেবের পরিচালনায় পুরস্কার বিতরনী অনুস্ঠানে উপস্থিত ছিলেন জগদীশপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জনাব নাছির উদ্দিন খান, সম্ভু বিস্বাশ, উপজেলা ছাত্রলীগ সহ সভাপতি রেজা চৌধুরী, জগদীশপুর ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক মীর রিজভী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সহ সম্পাদক সুদীপ কুমার দেব , সহ সভাপতি সুজন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব শীল,, মোস্তফা কামাল, তোফাজ্জল সহ আরো অনেকেই।
উক্ত অনুস্ঠানে বিশেষ ভাবে সহযোগিতা করেন জগদীশপুর সরকারী অপ্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকার মধ্যে সৈয়দা ফরিদা আক্তার, শিপ্রা মোদক, আফরোজা বুলবুল, শেফালী বিশ্বাস,খাইরুল আবেদিন,ফারহানা আক্তার, মাহমুদা খানম, রেজিয়া বেগম, মুক্তা রানী ভট্টাচার্য, লক্ষী রানী ধর ও স্মৃতি রানী সরকার।