মোযযাম্মিল হক, বিশেষ প্রতিনিধি।। হবিগঞ্জের মাধবপুর ইটখোলায় তাহরিকে খাতমে বাংলাদেশ মাধবপুর থানা শাখার সুন্নী মহা-সম্মেলনে হাজার হাজার সুন্নী মুসলমানের উপস্থিতি ছিল চোখের পরার মত।
উক্ত সুন্নী মহা-সম্মেলন পূর্ব নির্ধারিত ২১ ফেব্রয়ারি রবিবার দুপুর ২ টা থেকে শুরু হয়। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে হেলিকপ্টর যোগে দুপুর ২.১৫ যিনি শুভাগমন করেন জৈনপুর দরবার শরীফের উজ্জল নক্ষত্র আন্তর্জাতিক মোফাচ্ছিরে ক্বোরআন মুফতী ডঃ সাইয়্যেদ মোহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জৈনপুরী। পীর সাহেব জৈনপুরী সংক্ষিপ্ত আলোচনায় বলেন- ঈমান হতে হবে পরিপূর্ণ,আল্লাহকে বিশ্বাস করলে নামাজ পড়লে আর আখেরাতকে বিশ্বাস করলেই ঈমানদার হওয়া যায়না এবং সুন্নীও হওয়া যায়না।
ঈমানদার হতে হলে রাসূলে কারীম সাঃ এর রিছালাতকে বিশ্বাস করতে হবে। এবং খাতমে নবুয়্যাতের আন্দোলনে সকল ঈমানদার মুসলমানকে জাপিয়ে পড়তে হবে। কারণ মুসা আঃ এর পুত্র কেনান যদি কাফের হতে পারে, বর্তমানে অনেকে খাতমে নবুয়্যাতকে অস্বিকার করে বাব দাদার বরাত দিয়ে নিজেদের কুফুরী আক্বিদাকে ঢেকে দিতে চায়। তা কোন ভাবেই এদেশের সুন্নী মুসলমান মেনে নিতে পারেনা। তাওবা ছাড়া কোন ভাবেই তাদেরকে রেহায় দেওয়া হবে না। সম্মলনে আরোও উপস্তিত ছিলেন, পীরজাদা সাইয়্যেদ মুফতী মোহাম্মাদ এহসানুল্লাহ আব্বাসী, মুফতী সাইয়্যেদ নেয়ামতুল্লাহ আব্বাসী, মাওঃ আমীর হোসেন, মাওঃ ফারুক আহমদ, মাওঃ মোহাম্মাদ মোযযাম্মিল হক মাছুমী, মাওলানা শামছুল হক আল- মামুন প্রমূখ।
সংক্ষিপ্ত আলোচনা শেষে কুখ্যাত কাফের কাদিয়ানী সম্প্রদায়কে হুশিয়ারি করেন। এবং খাতমে নবায়্যাত হবিগঞ্জ পৌর কমিটির তালিকা ঘোষনা করে মিলাদ ক্বিয়াম ও দোয়ার মাধ্যমে খাতমে নবায়্যাত সুন্নী সম্মলনের সমাপ্তি ঘোষনা করেন।