হবিগঞ্জ সদর উপজেলার কলিমনগর বাসস্ট্যান্ড সংলগ্ন মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার কলিমনগর ফুটবল ক্লাবের উদ্যোগে ও হাজী আব্দুল মতিনের সভাপতিত্বে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার আশফাকুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, আব্দুল মুকিত, আব্দুস সামাদ, সাবেক মেম্বার আব্দুস সালাম, কলিমনগর একাডেমীর প্রতিষ্ঠাতা শামীমুর রহমান। উদ্বোধনী খেলায় কলিমনগর একাডেমীকে ৩.০ গোলে হারিয়ে নুর স্পোটিং ক্লাব জয়লাভ করে। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন হবিগঞ্জ ক্রীড়া সংস্থার রেফারী আব্দুল মতিন। বিজ্ঞপ্তি