এম এ আই সজিব, হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার বারাপইত গ্রামে এক স্কুল ছাত্রীর বাল্য বিয়ের আয়োজন করেছে তার পরিবার। ২৫ ফেব্র“য়ারি বৃহস্পতিবার এ বিয়ে দিনক্ষণ ঠিক করা হয়েছে।
গ্রামবাসি সূত্রে জানা যায়, ওই গ্রামের সঞ্জব আলী তার স্কুল পড়ুয়া কন্যা সুফিয়া আক্তারের (১৫) সাথে একই গ্রামের ইব্রাহিম আলী পুত্র নূরুল আমীনের (২৫) সাথে বিয়ের প্রস্তুতি নেয়া হচ্ছে। এতে ওই ছাত্রীর সহপাঠিদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। এ ব্যাপারে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ক্লাস শিক্ষক শফিকুল ইসলাম জানান, সুফিয়া মেধাবী ছাত্রী। বেশ কিছু দিন ধরে সে স্কুলে আসছে না। এ ব্যাপারে গ্রামবাসি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।