বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে ৪ শিশু হত্যাকান্ডের প্রতিবাদে ও খুনীদের ফাঁসির দাবিতে বাহুবলের বিভিন্ন সংগঠন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
শনিবার উপজেলার বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে এ সভা, সমাবেশ ও মানববন্ধন করে তারা।
এর মধ্যে বাহুবল অনার্স কলেজের ছাত্রছাত্রী ও শিক্ষক, ফয়জাবাদ উচ্চ বিদ্যালয়ের ছাত্র শিক্ষক, মিরপুর উন্নয়ন ফোরাম, দিগাম্বর মাদরাসা ছাত্রশিক্ষক, সচেতন নাগরিক সমাজ, সানশাইন প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুল, প্রজন্ম ক্লাব সহ বিভিন্ন সংগঠন মানববন্ধন ও সমাবেশ করেছে।
নিহত শিশুরা হলো- বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের ওয়াহিদ মিয়ার ছেলে সুন্দ্রাটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র জাকারিয়া শুভ (৮), আবদাল মিয়ার ছেলে প্রথম শ্রেণির ছাত্র মনির মিয়া (৭), আব্দুল আজিজের ছেলে চতুর্থ শ্রেণির ছাত্র তাজেল মিয়া (১০) ও সুন্দ্রটিকি আনওয়ারুল উলুম ইসলামিয়া মাদ্রাার নুরানী প্রথম শ্রেণীর ছাত্র আব্দুল কাদিরের ছেলে ইসমাইল মিয়া (১০)। তাদের মধ্যে শুভ, মনির ও তাজেল একে অপরের চাচাতো ভাই।
শুক্রবার ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় তাদের অপহরণ করা হয়। পাঁচদিন পর বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে গ্রাম থেকে প্রায় দুই কিলোমিটার দূরের ইছারবিল খালের পাশে বালু মিশ্রিত মাটিচাপা অবস্থায় ওই চার শিশুর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।