মোঃ রহমত আলী ॥ রেলের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে হবিগঞ্জের বিভিন্ন স্থানে সিপিবি-বাসদের বিক্ষোভ কর্মসূচী পালিত হয়েছে। শনিবার বিকালে হবিগঞ্জের সাবেক কোর্ট ষ্টেশন, শায়েস্তাগঞ্জ রেলষ্টেশন, দাউদনগর বাজার পয়েন্টে পৃথক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভা সমূহে বক্তব্য রাখেন- জেলা সিপিবি সভাপতি কমরেড হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক কমরেড পীযুষ চক্রবর্তী, জেলা বাসদ সমন্বয়ক এডভোকেট জুনায়েদ আহমেদ, সিএনজি শ্রমিক নেতা মোঃ অনু মিয়া, সাংবাদিক মুজিবুর রহমান, ছাত্রফ্রন্ট নেতা নাজমুল খান প্রমুখ।
পথসভা সমূহে নেতৃবৃন্দ বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য কমার পরও অযৌক্তিকভাবে সাধারণ মানুষের বাহন রেলের ভাড়া বাড়ানো চলবে না। প্রয়োজনে সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী ছাত্রজনতাকে নিয়ে সিপিবি-বাসদ রাজপথে আন্দোলন গড়ে তুলবে।