বিশেষ প্রতিনিধি।। হবিগঞ্জের বাহুবলের সুন্দ্রাটিকি গ্রামে চার শিশুকে শ্বাসরোধ করে হত্যার পর মাটিচাপা দিয়ে রাখার প্রতিবাদে উপজেলার মিরপুর সানশাইন প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের শিক্ষার্থী মানববন্ধন করেছে।
শনিবার সকাল ১১টার দিকে মিরপুর বাহুবল সড়কের সানসাইন প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের সামনে এ মানববন্ধন অনুষ্টিত হয়ে।
স্কুলের শতশত শিক্ষার্থীরা ফেষ্টুন হাতে নিয়ে বিক্ষোভে ফেটে পড়ে। প্রচন্ড রৌদ্রকে উপেক্ষা করে রাস্তায় দাড়িয়ে তারা প্রতিবাদ করে ঘাতকদের ফাসিঁ দাবি করে।এবং অতি দ্রুত আসামীদের আইনের আওতায় আনার দাবী করেন।
মানবন্ধনে উপস্থিত ছিলেন সানসাইন প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুলের প্রধান পৃষ্টপোষক বাহুবল থানা বিএনপির সভাপতি আটগ্রাম নেতা আকদ্দছ মিয়া বাবুল, লামাতাশি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, এম এ জব্বার ফুল মিয়া, স্কুলের ব্যবস্থাপনা পরিচালক এম শামছুদ্দিন, জাপা নেতা এমদাদুল হক সবুজ, আ’লীগ নেতা আনোয়ার হোসেন,মিরপুর উনিয়নের সাবেক চেয়ারম্যান রমিজ আলী প্রমূখ।