বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি : যুক্তরাজ্যের রচডেলে সন্ত্রাসীদের হামলায় ক্বারী হাফীজ জালাল উদ্দিন নামের বিশ্বনাথের এক ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তিনি দীর্ঘদিন রচডেল জালালিয়া মসজিদের মুয়াজ্জিন হিসাবে দায়িত্ব পালন করেন। ক্বারী হাফীজ জালাল উদ্দিনের গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের সৎপুর। ১৮ ফেব্রয়ারী রাত আনুমানিক ৯ টার দিকে রচডেল সাউথ স্ট্রিট পার্কের অদূরে তাকে মুমুর্ষ অবস্থায় স্থানীয়রা তাকে দেখতে পান। সাথে সাথে পুলিশকে খবর দিলে তাত্ক্ষণিক পুলিশ এবং এম্বুলেন্স ঘঠনাস্থলে পৌছে তাকে মৃত উদ্ধারকরে। এখন পর্যন্ত হত্যার কারণ জানা যায়নি। তবে ধারণা করা হছে এটি একটি বর্ণবাদী হত্যাকান্ড হতে পারে। পুলিশের বিশেষ দল এর কারণ উদ্বার করার জন্য তদন্ত চালিয়ে যাচ্ছে।