নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে দেশব্যাপী অবরোধের সর্মথনে এবং বিএনপি, যুবদল, ছাত্রদলসহ ২০ দলীয় জোটের নেতাকর্মীদের উপর মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে ও কারাগারে আটক নেতাদের মুক্তির দাবীতে গতকাল বুধবার বিকালে বিক্ষোভ মিছিল করেছে নবীগঞ্জ উপজেলা ও কলেজ ছাত্রদল। মিছিলটি শহরের ̧রুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয় গোল্ডেন প্লাজার সামনে প্রতিবাদ সমাবেশ করে। ছাত্রনেতা মিল্টন চৌধুরীর সভাপতিত্বে ও রাজিব ভটধাচার্যে ̈র পরিচালনায় বক্তব্য ̈ রাখেন জুনেদ আহমদ,তপন মালাকার, রকি আহমদ, বাপ্পি আচায র্̈, উ৩⁄৪ল চৌধুরী, লেবু মিয়া, জাহেদুর রহমান, শয়ন আহমদ, মোজাক্কির, জামিল, রাজন, সাফি, মান্না, শাওন, মাহবুব,শাহ শিপু, সোহাগ, শিহাব, সাকিল, আশিক, রুবেল, রিপন, আশ্রাদুল, মোজাম্মিল ও খয়ের প্রমূখ। সমাবেশে বক্তাগণ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিজ কার্যালয়ে অবরোদ্ধ করে রাখার তীব্র নিন্দা জানিয়ে বলেন, বেগম জিয়ার কিছু হলে এবং তাকে মুক্তি না দিলে নবীগঞ্জকে অচল করে দেয়া হবে। সেই সাথে নবীগঞ্জে বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ ২০ দলীয় জোটের নেতাকর্মীদের উপর সাজানো মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। অন্যতায় হরতাল অবরোধসহ কঠোর কর্মসুচী দেয়া হবে।