এম এ আই সজিব ॥ চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের দুবারিয়া গ্রামে দুলাল মিয়া (৩২) নামের এক ব্যক্তিকে মারপিট করে মুখে বিষ ঢেলে হত্যার চেষ্টা চালিয়েছে একদল দুর্বৃত্ত।
গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত সুত্রে জানা যায়, হাজী আব্দুর রশিদের পুত্র দুলাল মিয়ার সাথে তার ছোট ভাই কাওছারের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল।
এ বিরোধের জের ধরে গতকাল ওই সময় দুলালকে একা পেয়ে কাওছারসহ একদল দুবৃত্ত তার উপর হামলা চালায়। এক পর্যায়ে তাকে মারধর করে রক্তাক্ত করে মুখে বিষ ঢেলে দেয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। আঘাতের কারণে তার কয়েকটি দাঁত ভেঙ্গে গেছে। তার অবস্থা আশংকাজনক বলে চিকিৎসক জানিয়েছেন। ঘটনার পর থেকে দুর্বৃত্তরা আত্মগোপন করেছে।