স্টাফ রিপোর্টার ॥ জলার বাহুবলে চার শিশুর খুনের সঙ্গে জড়িত সন্দেহে মাতব্বর আব্দুল আলীসহ পাঁচ ব্যক্তিকে আটক করেছে র্যাব ও পুলিশ।
বুধবার রাতে অভিযান চালিয়ে এ পাঁচজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন-জুয়েল ও আব্দুল আলী। এরা বাবা ও ছেলে। এছাড়া অপর দুজন হলেন-বাচ্চু, আরজু। পুলিশ তদন্তের স্বার্থে একজনের নাম প্রকাশ করেনি। বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, গত শুক্রবার খেলতে গিয়ে নিখোঁজ হয় চার শিশু উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের সুন্দ্রাটিকি গ্রামের মো. ওয়াহিদ মিয়ার ছেলে জাকারিয়া আহমেদ শুভ (৮), তার চাচাত ভাই আব্দুল আজিজের ছেলে তাজেল মিয়া (১০) ও আবদাল মিয়ার ছেলে মনির মিয়া (৭) এবং তাদের প্রতিবেশী আব্দুল কাদিরের ছেলে ইসমাঈল হোসেন (১০)। বুধবার সকালে বালুচাপা অবস্থায় তাদের লাশ উদ্ধার করা হয়।