স্টাফ রিপোর্টার ॥ পূর্ব বিরোধের জের ধরে হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের চার শিশুকে অপহরণের পর হত্যার ঘটনায় আটক দুই আসামিকে ১০ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।
মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মুক্তাদির রিপন বৃহস্পতিবার দুপুর দেড়টায় আসামি দেরকে রিমান্ডে নেওয়ার অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলম আসামিদের ১০ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
ডিবির ওসি মুক্তাদির এসব তথ্য জানিয়েছেন।
আসামিরা হলেন- বাগল মিয়া ও তার ছেলে জুয়েল মিয়া। এর আগে বুধবার রাত সাড়ে ৮টার দিকে ওই দুই আসামিকে আটক করা হয়।
নিহত শিশুরা হলো- বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র জাকারিয়া শুভ (৮), প্রথম শ্রেণির ছাত্র মনির মিয়া (৭), চতুর্থ শ্রেণির ছাত্র তাজেল মিয়া (১০) ও সুন্দ্রাটিকি মাদ্রাসার ছাত্র ইসমাইল মিয়া (১০)। এদের মধ্যে প্রথম তিনজন সম্পর্কে আপন চাচাতো ভাই। আর ইসমাইল তাদের প্রতিবেশী।
উল্লেখ্য ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় তাদের অপহরণ করা হয়। পাঁচদিন পর বুধবার সকালে গ্রাম থেকে প্রায় দুই কিলোমিটার দূরের ইছারবিল খালের পাশে বালুমিশ্রিত মাটিচাপা অবস্থায় ওই চার শিশুর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, শিশু মনির, শুভ ও তাজেলের বাবার সঙ্গে একটি বড়ই গাছ কাটাকে কেন্দ্র করে একই গ্রামের পঞ্চায়েত আব্দুল আলী ওরফে বাগল মিয়ার সঙ্গে বিরোধ ছিল।
ওই বিরোধের জের ধরে ওই শিশুদের অপহরণের পর হত্যা করা হয়।