স্টাফ রিপোর্ট।। অগ্রদৃষ্টি অনলাইন মিডিয়া গ্রুপের মহাপরিচালক কুয়েত প্রবাসী আ হ জুবেদ ভাইকে অনলাইন অগ্রদৃষ্টি পরিবারের পক্ষ থেকে দুই মাসের সংক্ষিপ্ত সফল শেষে গন্তব্যস্থলে যাত্রা উপলক্ষে বিদায়ী সংর্বধনা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার সন্ধ্যা ৬টায় মৌলভীবাজার শহরস্থ নিজ বাসভবনে এ সংর্বধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তিনি দীর্ঘ দিনযাবত কুয়েত অবস্থান করে আসছে দুই মাস বাংলাদেশে সংক্ষিপ্ত সফর শেষে। বুধবার মৌলভীবাজার থেকে এয়ারপোর্ট বাস যুগে রওনা করবেন। ঢাকা থেকে কুয়েত এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে বাংলাদেশ ত্যাগ করে গন্তব্যে স্থানের জন্য যাত্রা করবেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,অগ্রদৃষ্টি অনলাইন ফ্রি চিকিৎসা ক্যাম্প প্রধান রুখসানা আক্তার( রুনা), মৌলভীবাজার অফিস প্রধান এ বি সোহান বেগ, সাংবাদিক বদরুল আলম চৌধুরী, আল আমিন হৃদয়, তুহিন আহমদ, সাহেদ আহমদ, আহাদ মিয়া, সালে আহমদ প্রমুখ। এসময় অগ্রদৃষ্টি মহাপরিচালকের পক্ষ থেকে অগ্রদৃষ্টি মিডিয়া গ্রুপের সৌজন্য খুশহাল পুর গ্রামের তরুণ ফুটবলারদে এক সেট জার্সি প্রদান করেন। ফুটবলাররা নতুন জার্সি পেয়ে জার্সি পরিধান করে আনন্দের সাথে বিদায়ী শুভেচ্ছা জানায়।