খন্দকার আলাউদ্দিন, চুনারুঘাট থেকে ॥ চুনারুঘাট থানার নতুন ওসি হিসেবে যোগদান করেছেন নির্মলেন্দু চক্রবর্তী। গতকাল বুধবার সন্ধায় চুনারুঘাট থানায় যোগদানকালে থানার ওসি (তদন্ত) মোঃ ইকবাল হোসেন সহ থানার সকল পুলিশ সদস্য তাকে ফুল দিয়ে বরন করেন। এর পূর্বে তিনি হবিগঞ্জের বানিয়াচং থানায় সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। নির্মলেন্দু চক্রবর্তী ১৯৯০ সালে পুলিশ বিভাগে চাকুরিতে যোগদান করেন। ইতিপূর্বে তিনি সিলেট, হবিগঞ্জ সদর, বি-বাড়িয়া, মৌলভীবাজার ও কুমিল্লায় ওসি হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি সুনামগঞ্জ সদরের বাসিন্দা। ব্যক্তিগত জীবনে তিনি ২ মেয় ও ১ ছেলের জনক। নির্মলেন্দু চক্রবর্তী চুনারুঘাট উপজেলার সকলের কাছে সহযোগীতা ও আশির্বাদ কামনা করছেন।