নিজস্ব প্রতিবেদক : অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দীর্ঘ ২৯ বছর পর নূরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন হতে যাচ্ছে।
আগামী ২৯ ফ্রেব্রুয়ারী সোমবার ব্যাপক উৎসাহ উদ্দীপণার মধ্য দিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
ব্যাপক প্রচার প্রচারণার মাধ্যমে চলছে তাদের নির্বাচনী কার্যকম । প্রার্থীরা সকাল থেকে রাত অবধি ভোটারদের মন জয় করার জন্য দ্বারে দ্বারে ঘুরছেন।
প্রায় ১০৫০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন পরিচালনা করবেন হবিগঞ্জ সদর উপজেলার মাধ্যামিক শিক্ষা অফিসার মোহাম্মদ জিয়া উদ্দিন ।
এবারের নির্বাচনে সদস্য পদে ৯ জন পার্থী ভোটযুদ্ধে অংশগহণ করছেন। ভোটাররা জানান এ নির্বাচনে পার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।
উল্লেখ্য, নূরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ গোলজার মিয়া জানান, ১৯৮৬ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে এই প্রথম নির্বাচনের মাধমে ম্যানেজিং কমিটির ২০১৬ সালের নির্বাচন অনুষ্টিত হতে যাচ্ছে।
ফলে অভিভাবক ও এলাকার সচেতন মহল নতুন কমিটিরহাতে দ্বায়িত্ব তুলে দিতে সেই অপেক্ষার প্রহর ̧গনছেন। তারা আশা করছেন যেই নির্বাচিত হোক না কেন তাদের মাধ্যমে প্রতিষ্ঠানের কার্যকম সঠিক ও সুষ্ঠুভাবে পরিচালিত হবে এবং এ বিদ্যালয়টির লেখাপড়ার মান উন্নয়নে তারা অগ্রনী ভূমিকা রাখবে।