বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধিঃহবিগঞ্জ জেলার বাহুবলে ৫০০পিচ ইয়াবাসহ নুরুল হক নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ।
সোমবার রাত সাড়ে ৯টায় উপজেলার পুটিজুরী বাজার থেকে তাকে আটক করা হয়। আটককৃত নুরুল হক উপজেলার বাগদাইর গ্রামের আব্দুল জলিলের পুত্র।
পুলিশ জানায়, উল্লেখিত সময়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পুটিজুরী তদন্ত কেন্দ্রের ইনচার্জ গৌরাঙ্গ কুমার বসুর নেতৃত্বে একদল পুলিশ পুটিজুরী বাজারে অভিযান চালিয়ে নুরুল হক (৩৮) কে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ৫০০পিচ ইয়াবা উদ্ধার করে।
এ ব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন পিপিএম ঘটনার সত্যতার নিশ্চিত করে বলেন, আটককৃত যুবকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হবে।