হামিদুর রহমান,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার চা-বাগানের সুবিধা বঞ্চিত নারীর জীবনমান উন্নয়নে অবহিতকরণ কর্মশালা অনুষ্টিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলামের সভাপতিত্বে এবং মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানার সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএফএএম শাহজাহান,ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ,জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহবুবুর আলম,ইউ/পি চেয়ারম্যান পারভেজ চৌধুরী,মুক্তিযোদ্ধা সুকোমল রায় প্রমূখ। সভায় বিভিন্ন শ্রেনী ও পেশার ৪০জন প্রতিনিধি অংশগ্রহন করেন।