মাধবপুর থেকে সংবাদদাতা : মাধবপুরে উপজেলা ও পৌর ছাত্রলীগের যৌথ উদ্যোগে ছাত্রলীগের ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা হলরুমে কেক কেটে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন শেষে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়কসহ শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে ছাত্রলীগের সভাপতি মজিব উদ্দিন তালুকদার ওয়াসিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শান্তর পরিচালনায় আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার মোল্লা, পৌর ছাত্রলীগের সভাপতি হৃদয় পাঠান উজ্জল, সাধারণ সম্পাদক শাহ টিপু, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি রেজা চৌধুরী, মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাগর, শাহাদাত হোসেন দুলাল, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শিপন, উপজেলা তরুন লীগের আহ্বায়ক রফিক ভুইয়া। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাজী জয়নাল, ছাতিয়াইন ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহাম্মেদ লষ্কর, ছাত্রলীগ নেতা রবিন বনিক, শুভ বনিক, আতাউস সামাদ বাবু, সোহেল, রিপন, সালমান, মনির, খায়রুল, রিয়াজ উদ্দিন লষ্কর, তরুন লীগ নেতা ফকির জাবেদ, জুলহাস উদ্দিন রিংকু প্রমুখ।